
লন্ডন দারসুন্নাহ মসজিদের সভাপতি ও আল সাফা ট্রাভেলস লন্ডনের চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া সম্প্রতি ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের জন্য হজ ব্যবস্থাপনা সহজতর করার নানা দিক নিয়ে আলোচনা হয়। মাওলানা কিবরিয়া প্রবাসীদের নিজ নিজ দেশ থেকে সরাসরি হজ ফ্লাইট চালুর প্রস্তাব পেশ করেন এবং এ বিষয়ে লিখিত সুপারিশও দেন।
ধর্ম উপদেষ্টা প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন, তবে বর্তমানে আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন।
মাওলানা কিবরিয়া বলেন, “প্রবাসীরা বছরের পর বছর অপেক্ষা করেন হজের সুযোগের জন্য। তাদের জন্য সরাসরি ফ্লাইট চালু হলে সময়, ব্যয় ও ভোগান্তি—সবই কমে আসবে।”
বৈঠকটি পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন উভয় পক্ষ।